সিলেট নগরীতে অবস্থিত হযরত শাহজালাল (র.) মাজারে হা’মলার পরিকল্পনা করেছিল জ’ঙ্গিরা। এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। খুব শিগগিরই জ’ঙ্গিরা এ হা’মলা চালাতে চেয়েছিল। হা’মলার জন্য জ’ঙ্গিদের অপারেশনাল টিমও নির্ধারণ হয়েছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি পু’লিশ।
ঢাকা থেকে যাওয়া পু’লিশের বিশেষ একটি দল রোববার (০৯ আগস্ট) থেকে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অ’ভিযান চা’লিয়ে পাঁচজনকে আ’টক করে।
পু’লিশ জানায়, রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আ’টক করা হয়। পরে সোম ও মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অ’ভিযান চা’লিয়ে আরও চারজনকে আ’টক করে। তাদের মধ্যে সাদীও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অন্যদিকে দক্ষিণ সুরমা এলাকার নগরীর আনম্বর ওয়ার্ডের বারখালা থেকে আ’টককৃতের নাম মীর্জা সায়েম। তিনি লেখাপড়া করেন ম’দনমোহন কলেজে। বাকি দুইজনের বি’ষয়েও খোঁজখবর করছে পু’লিশ।