কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার অ’ভিযোগ তুলে ফেসবুকে লাইভ করা সেই ফয়েজ আহমেদকে (৪০) গ্রে’প্তার করেছে পু’লিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মা’মলায় আ’সামি করা হয়েছে তাকে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে আ’লোচিত মণ্ডপ এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পরই (ফেসবুক লাইভ) দেশের বিভিন্ন এলাকায় উত্তে’জনা ছড়িয়ে পড়ে।
ভিডিও দেখলে বোঝা যায়, একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিশেষভাবে ঘটনাস্থল থেকে যে লোক (ফয়েজ) ভিডিও করে ছড়িয়ে দিয়েছে, তাকে আ’ট’ক করা হয়েছে। সে কোনো দলের কর্মী কি না, তাও যাচাই করা হচ্ছে।
এর আগে বুধবার (১৩ অক্টোবর) সকালে ওই পূজামণ্ডপ এলাকা থেকে ফেসবুক লাইভ করেন ফয়েজ আহমেদ। এরপর রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে আ’ট’ক করে পু’লিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা ওসি আনওয়ারুল আজিম।
জানা গেছে, ফয়েজ আহমেদ কুমিল্লা আদর্শ সদর উপজে’লার রঘুরামপুর গ্রামের মৃ’ত আবদুল করিমের ছে’লে। তার দুই ছে’লে ও দুই মে’য়ে রয়েছে। কোতোয়ালি থা’নার সামনে বৃহস্পতিবার দুপুরে ফয়েজের স্ত্রী’ জানান, ২০০০ সালে তাদের বিয়ে হয়।
এর দুই বছর পর ফয়েজ সৌদি আরব চলে যান। গত বছর তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। এরপর নগরীর কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ার শপিং কমপ্লেক্সে ‘মোবাইল সেবা’ নামে একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন তিনি।
ফয়েজের স্ত্রী’র দাবি, বুধবার সকাল ৭টার দিকে নানুয়ার দিঘির পাড়ে হাঁটতে বের হন ফয়েজ। তখন পূজামণ্ডপের ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন তিনি। থা’নার সামনে অ’পেক্ষমাণ ফয়েজের ছোট ভাই মো. মহসিন বলেন, ‘আম’রা চার ভাই ও দুই বোন।
ফয়েজ আহমেদ মেজো। আমা’র ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জ’ড়িত না। মূলত আবেগের বশে সে ভিডিও করে ফেসবুকে শেয়ার দিয়েছে।’এদিকে, কুমিল্লা নগরীর মনোহরপুর খন্দকার হক টাওয়ার শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় গিয়ে দেখা যায়, ফয়েজের মালিকানাধীন ‘মোবাইল সেবা’ দোকানটি বন্ধ।
তার বিষয়ে আশপাশের কয়েকজন ব্যবসায়ীকে প্রশ্ন করা হলেও কেউ কথা বলতে চাননি। তবে খন্দকার হক টাওয়ার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান জানান, ফয়েজ আহমেদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে মা’র্কে’টের চতুর্থ তলায় ভাড়ায় একটি দোকান নেন। এরপর ৪/৫ মাস আগে তিনি দোকানটি কিনে নেন।