স্বপ্না চৌধুরীর মন মাতানো ডান্স ভক্তরাও অনেক তার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, স্বপ্না চৌধুরীর ডান্স সব ধরনের পোলাপান পছন্দ করে, সে যখন স্টেজ শো করে তার শোতে দর্শক প্রচুর হারে থাকে।
এমন একটি স্বপ্না চৌধুরী ডান্স এর ভিডিও ভাইরাল হয়েছে, তারি ডান্সের ভিডিওতে দেখা যায় সেই লাল শাড়ি পড়ে বিভিন্ন ভঙ্গিমায় ডান্স করে দর্শকের মন কারে। পরবর্তীতে তারা ডান্স এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
আমরা আমাদের ভিজিটর দের বিনোদন দেওয়ার জন্য তার ওই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে শেয়ার করলাম, আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন আর আমাদের প্রতিটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি উপভোগ করুন..
আরোও পড়ুন..’ঈদে একসঙ্গে আসছেন মিম-মাহি-ফারিয়া’,
দেশে একসময় তারকাবহুল চলচ্চিত্র নির্মাণ হতো। একসঙ্গে একাধিক নায়ক-নায়িকা জুটি বেঁধে অভিনয় করতেন। বর্তমান সময়ে এমন দেখা যায় না।
যদিও বছরের শুরুতে মিম-মাহি-ফারিয়ার একটি ছবি ফে’ইসবুকে প্রকাশের পর গুঞ্জন ছড়িয়ে পড়ে তারা একসঙ্গে অভিনয় করতে যা’চ্ছেন। কিন্তু বাস্তবে তেমন দেখা যায়নি৷
এবার একসঙ্গে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই তিনজন। তবে সিনেমায় নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাবে বলে জানা যায়।
এই তিন তারকা এবার একই অনুষ্ঠানের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
প্রথমবারের মতো বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন তারা। আগামী ৪ জুলাই থেকে রাষ্ট্রীয় এ টিভি চ্যানেলের অডিটোরিয়াম এবং ড্রামা স্টুডিওতে শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।
এতে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা- সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ এবং দিতি অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। কোলাজ গানে হাজির হবেন মিম। এছাড়া ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আনন্দ মেলা’ আমার পছন্দের অনুষ্ঠান। আমি মনে করি আমার মতো দর্শকরাও ঈদে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেন। আশাকরি, ভালো একটি পরিবেশনা উপহার দিতে পারব।’‘আনন্দ মেলা’ ম্যাগাজিনটি ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে বলে জানান এই চিত্রনায়িকা।
এবার একসঙ্গে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই তিনজন। তবে সিনেমায় নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাবে বলে জানা যায়।
এই তিন তারকা এবার একই অনুষ্ঠানের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
প্রথমবারের মতো বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন তারা। আগামী ৪ জুলাই থেকে রাষ্ট্রীয় এ টিভি চ্যানেলের অডিটোরিয়াম এবং ড্রামা স্টুডিওতে শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।
এতে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা- সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ এবং দিতি অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। কোলাজ গানে হাজির হবেন মিম। এছাড়া ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আনন্দ মেলা’ আমার পছন্দের অনুষ্ঠান। আমি মনে করি আমার মতো দর্শকরাও ঈদে এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেন। আশাকরি, ভালো একটি পরিবেশনা উপহার দিতে পারব।’‘আনন্দ মেলা’ ম্যাগাজিনটি ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে বলে জানান এই চিত্রনায়িকা।