ক্যামেরার সামনে দাঁড়ালেন অ’পু বিশ্বা’স। তাকে নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিং করলেন তারা।করোনার প্রকো’প নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি নিতে চান না অ’পু।
মা ও সন্তানের কথা ভেবে বেশ কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান সম্প্রতি।মঙ্গলবার শুটিংয়ে ফেরেন এক সময়ের নিয়মিত নায়িকা। তবে কোনো স্পটে নয়, নিজের বাসাতেই জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন।
এ নিয়ে অ’পু বিশ্বা’স গণমাধ্যমকে বলেন, “ছোট্ট একটি ইউনিট নিয়ে পরিচালক আমা’র বাসায় এসেছিলেন। সতর্কতার সঙ্গে শুটিং করেছি। যথাসাধ্য চে’ষ্টা করেছি নিরাপ’দ দূরত্ব বজায় রাখার। হাতে স্যানিটাইজার দিয়েছি একটু পরপর।
ক্যামেরা চলার সময়টুকু ছাড়া সবাই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি।”নির্মাতা বলেন, “বিজ্ঞাপনচিত্রটিতে অ’পু দিদির মতো কাউকেই লাগত। প্রস্তাব দিলে শর্ত জুড়ে দেন তার বাসাতেই শুটিং করতে হবে। মেনে নিলাম। তবে আসার সময় ঈদ সালামি নিয়েছি।”
গত কয়েক বছরে বেশ কিছু সিনেমা’র সঙ্গে অ’পুর নাম জড়ালেও শুধু দেবাশীষ বিশ্বা’সে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অ’ভিনয় করেছেন। এ সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী।
ক্যামেরার সামনে দাঁড়ালেন অ’পু বিশ্বা’স। তাকে নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিং করলেন তারা।করোনার প্রকো’প নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি নিতে চান না অ’পু।
মা ও সন্তানের কথা ভেবে বেশ কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান সম্প্রতি।মঙ্গলবার শুটিংয়ে ফেরেন এক সময়ের নিয়মিত নায়িকা। তবে কোনো স্পটে নয়, নিজের বাসাতেই জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন।
এ নিয়ে অ’পু বিশ্বা’স গণমাধ্যমকে বলেন, “ছোট্ট একটি ইউনিট নিয়ে পরিচালক আমা’র বাসায় এসেছিলেন। সতর্কতার সঙ্গে শুটিং করেছি। যথাসাধ্য চে’ষ্টা করেছি নিরাপ’দ দূরত্ব বজায় রাখার। হাতে স্যানিটাইজার দিয়েছি একটু পরপর।
ক্যামেরা চলার সময়টুকু ছাড়া সবাই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি।”নির্মাতা বলেন, “বিজ্ঞাপনচিত্রটিতে অ’পু দিদির মতো কাউকেই লাগত। প্রস্তাব দিলে শর্ত জুড়ে দেন তার বাসাতেই শুটিং করতে হবে। মেনে নিলাম। তবে আসার সময় ঈদ সালামি নিয়েছি।”
গত কয়েক বছরে বেশ কিছু সিনেমা’র সঙ্গে অ’পুর নাম জড়ালেও শুধু দেবাশীষ বিশ্বা’সে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অ’ভিনয় করেছেন। এ সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী।
এ নিয়ে অ’পু বিশ্বা’স গণমাধ্যমকে বলেন, “ছোট্ট একটি ইউনিট নিয়ে পরিচালক আমা’র বাসায় এসেছিলেন। সতর্কতার সঙ্গে শুটিং করেছি। যথাসাধ্য চে’ষ্টা করেছি নিরাপ’দ দূরত্ব বজায় রাখার। হাতে স্যানিটাইজার দিয়েছি একটু পরপর।
ক্যামেরা চলার সময়টুকু ছাড়া সবাই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি।”নির্মাতা বলেন, “বিজ্ঞাপনচিত্রটিতে অ’পু দিদির মতো কাউকেই লাগত। প্রস্তাব দিলে শর্ত জুড়ে দেন তার বাসাতেই শুটিং করতে হবে। মেনে নিলাম। তবে আসার সময় ঈদ সালামি নিয়েছি।”
গত কয়েক বছরে বেশ কিছু সিনেমা’র সঙ্গে অ’পুর নাম জড়ালেও শুধু দেবাশীষ বিশ্বা’সে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অ’ভিনয় করেছেন। এ সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী।