পুলিশের সাথে তরুণীর নাচতে ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিও টি আমরা আমাদের ওয়েবসাইটে শেয়ার করলাম, আশা করি সবার ভাল লাগবে।চারদিকে ঘটছে সহিংস ঘটনা। ধ’র্মকে পুঁজিকে একটি চক্র দেশে কি’ছুদিন পর পর অস্থিরতা ছড়াচ্ছে। সেই প্রসঙ্গে চ্যানেল আই অ’নলাইনের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন,
‘যেসব সি’নেমা হল আছে সেখানে মানুষ সিনেমা দেখতে যায় না পরিবেশের কারণে। মানুষের জীবন যাত্রার মান বে’ড়েছে। এজন্য তারা আ’রাম করে সিনেমা দেখতে চায়, বাজে পরিবেশে যেতে চান না।’
আধুনিক পরিবেশের সিনেমা হল দরকার উল্লেখ করে জায়েদ খান বলেন, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে, তোমার সিনেমা সিনেপ্লেক্স, ব্লকবাস্টারে কবে আসবে? পরিবেশ ভা’লো হওয়ায় তারা সিনেমা হলে যায়।
আবার শুধু সিনেপ্লেক্স দিয়ে হবে না, সিঙ্গেল স্ক্রিনও দরকার। জেলায় যেসব জা’য়গায় বড় বড় মার্কেট রয়েছে সেখানে ৩০০-৪০০ সিটের মাল্টিপ্লেক্স দরকার। সর্বনিম্ন ৩০০ সিনেমা হল হলে আবার রমরমা ব্যবসা হবে।
তিনি বলেন, সিনেমা, সিনেমা হল এসব কিছু কমে যাওয়ায় আজকে দেশে সাম্প্রদায়িকতা, জ’ঙ্গিবাদ, মা’দক সেবন বেড়েছে। সুষ্ঠু সংস্কৃতির চর্চা নেই বি’ধায় এগুলো বেড়েছে।
আর দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে চলচ্চিত্র। এই চলচ্চিত্রই যদি না থাকে, মফঃস্বলে যদি সিনেমা দেখার সুন্দর পরিবেশ না থাকে তাহলে মানুষকে বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
সিনেমা হল না থা’কায় এখনকার অনেক নায়ককে গ্রামের মানুষ চেনে না। তারা শুধু ফেসবুক ইউটিউবের নায়ক। প্রকৃত নায়ককে গ্রামের মানুষ অবশ্যই চিনবে। আমাদের ভালো শিল্পী, পরিচালক, টেকনিশিয়ান সবই আছে।
নতুন ফরম্যাটের সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ধাক্কা লাগার পরে গান শুরু হয় এমন কনসেপ্ট থেকে বেরিয়ে আ’সতে হবে। এমনকি এফডিসির মধ্যে নাচানাচি গল্পের সিনেমা এখন কেউ দেখবে না।
আমরা এখন সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়। চাইলেই ‘বাহুবলী’র মতো সিনেমা দেখা যাচ্ছে। বলিউডে শত কোটি বাজেটে সিনেমা হচ্ছে। আমাদের সিনেমার বাজেট কম। তাই আমাকে শাহরুখ খান, প্রভাসের সাথে তুলনা করলে চলবে না। কারণ আমার ওত বাজেটের ছবি নেই।
আর দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে চলচ্চিত্র। এই চলচ্চিত্রই যদি না থাকে, মফঃস্বলে যদি সিনেমা দেখার সুন্দর পরিবেশ না থাকে তাহলে মানুষকে বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
সিনেমা হল না থা’কায় এখনকার অনেক নায়ককে গ্রামের মানুষ চেনে না। তারা শুধু ফেসবুক ইউটিউবের নায়ক। প্রকৃত নায়ককে গ্রামের মানুষ অবশ্যই চিনবে। আমাদের ভালো শিল্পী, পরিচালক, টেকনিশিয়ান সবই আছে।
নতুন ফরম্যাটের সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ধাক্কা লাগার পরে গান শুরু হয় এমন কনসেপ্ট থেকে বেরিয়ে আ’সতে হবে। এমনকি এফডিসির মধ্যে নাচানাচি গল্পের সিনেমা এখন কেউ দেখবে না।
আমরা এখন সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়। চাইলেই ‘বাহুবলী’র মতো সিনেমা দেখা যাচ্ছে। বলিউডে শত কোটি বাজেটে সিনেমা হচ্ছে। আমাদের সিনেমার বাজেট কম। তাই আমাকে শাহরুখ খান, প্রভাসের সাথে তুলনা করলে চলবে না। কারণ আমার ওত বাজেটের ছবি নেই।